অস্ত্রোপচারের টেবিলে আজার

এদেন আজারকে নিয়ে জেগে ওঠা শঙ্কাই সত্যি হতে যাচ্ছে। গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমের খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 09:48 AM
Updated : 3 March 2020, 11:09 AM

যুক্তরাষ্ট্রের ডলাসে বৃহস্পতিবার বেলজিয়ান তারকার ডান পায়ের গোড়ালির গাঁটে অস্ত্রোপচার করানো হবে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।

গত সপ্তায় চোট কাটিয়ে দলে ফেরার পর দ্বিতীয় ম্যাচে আবারও চোট পেয়ে ছিটকে যান আজার। লা লিগায় লেভান্তের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের ৬৭তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই বেলজিয়ান। পরের দিন এই মিডফিল্ডারের ডান পায়ের গোড়ালির গাঁটে চিড় ধরা পড়ার খবর জানায় ক্লাব।

এই চোটের জন্য কত দিন আজারকে মাঠের বাইরে থাকতে হবে এ ব্যাপারে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী মে মাসের শেষ নাগাদ তাকে দলে পেতে পারেন জিনেদিন জিদান।

চোটের কারণে মৌসুমের প্রথম ভাগেও দলের বাইরে ছিলেন গত জুনে চেলসি থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বের্নাবেউয়ে যোগ দেওয়া আজার। মাদ্রিদের দলে অভিষেক মৌসুমে যতগুলো ম্যাচ মিস করছেন, সাবেক ক্লাবের হয়ে সাত মৌসুমে এর চেয়ে কম ম্যাচ মিস করেন তিনি।