রিয়ালের 'খুনে মানসিকতা'র প্রশংসায় রামোস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020 05:20 PM BdST Updated: 02 Mar 2020 06:46 PM BdST
প্রথমার্ধে গোল পেতে পারত যে কোনো দল। দ্বিতীয়ার্ধে বলতে গেলে বার্সেলোনাকে সেই সুযোগ দেয়নি রিয়াল মাদ্রিদ। দারুণভাবে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে তিল পরিমাণ ছাড় না দেওয়ার এই ‘খুনে মানসিকতার’ প্রশংসা করেছেন অধিনায়ক সের্হিও রামোস।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ফিরতি লেগে ২-০ গোলে জিতে জিনেদিন জিদানের দল। ৭২তম মিনিটে ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মারিয়ানো দিয়াস।
এই জয়ে বার্সেলোনাকে এক পয়েন্ট পিছনে ফেলে শীর্ষে উঠেছে রিয়াল। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৬।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার রক্ষণে চাপ ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সতীর্থদের এই মানসিকতার প্রশংসা করেন রামোস।
“ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের এটা ছিল দারুণ এক সুযোগ এবং এটা সেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।”
“প্রথমার্ধে বার্সেলোনাকে আমরা গোল করার সুযোগ দিয়েছি। বিরতির পর আমরা উপরে উঠে চাপ বাড়িয়ে নিজেরা সুযোগ তৈরি করেছি।”
“প্রথম গোলের পর ম্যাচ শেষ করে দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এই মৌসুমে আমরা সবসময় এটা করতে পারিনি। তবে আজ (রোববার) আমরা ম্যাচটা শেষ করে দিতে পেরেছি।”
গত কয়েক সপ্তাহ সময়টা ভালো যাচ্ছিল না রিয়ালের। লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ড্র ও লেভান্তের কাছে ১-০ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায় মাদ্রিদের দলটি।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন