মেক্সিকান ওপেনে নাদালের তৃতীয় শিরোপা

পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। ফাইনালে এর ধারাবাহিকতা ধরে রেখে টেইলর ফ্রিটজকে হারালেন দাপটের সঙ্গে। রাফায়েল নাদাল জিতে নিলেন নিজের তৃতীয় মেক্সিকান ওপেন শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 10:44 AM
Updated : 2 March 2020, 11:30 AM

ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রিটজকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন স্পেনের নাদাল। জিতে নিয়েছেন মৌসুমে তার প্রথম শিরোপা। এককে এটি তার ৮৫তম শিরোপা।
 
২০০৫ সালে মেক্সিকান ওপেন শিরোপা ছিল নাদালের ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা। এরপর কেবল এগিয়েছেন। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড় ২০১৩ সালের পর আবার জিতলেন মেক্সিকান ওপেন।
 
“আমি এর চেয়ে খুশি হতে পারতাম না, শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছি…আকাপুলকো ছিল আমার ক্যারিয়ারে জেতা প্রথম বড় শিরোপা। ১৫ বছর পর আবার এই শিরোপা জিততে পারা সত্যিই অসাধারণ।”