‘এক মাসের জন্য’ মাঠের বাইরে লাপোর্ত

আবারও চোটের কবলে পড়েছেন এমেরিক লাপোর্ত। ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 03:34 PM
Updated : 28 Feb 2020, 03:53 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার রিয়াল মাদ্রিদের মাঠে ম্যানচেস্টার সিটির ২-১ গোলে জেতা ম্যাচে ৩৩তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন লাপোর্ত। শুক্রবার তার চোটের সর্বশেষ অবস্থা জানান কোচ।

“তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। কম-বেশি তিন সপ্তাহ বা এক মাস সে বাইরে থাকবে। দুর্ভাগ্যক্রমে চার-পাঁচ মাস বাইরে থাকার পরই এটা ঘটল।”

২০১৯ সালের অগাস্টে হাঁটুর অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলে জেতা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন লাপোর্ত।

ফিরে খেলতে পারলেন কেবল চার ম্যাচ। সব মিলিয়ে এই মৌসুমে তিনি মাঠে নামতে পেরেছেন আট ম্যাচে।

হাঁটুর চোটে গত অগাস্ট থেকে মাঠের বাইরে থাকা লেরয় সানেকে নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন গুয়ার্দিওলা। জার্মান মিডফিল্ডার শুক্রবার ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্সেনালের বিপক্ষে খেলবেন বলে নিশ্চিত করেন কোচ।

ইংলিশ লিগ কাপের ফাইনালে রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।