৫ গোলের ম্যাচে বসুন্ধরার স্বস্তির জয়
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020 08:39 PM BdST Updated: 25 Feb 2020 08:47 PM BdST
প্রথমার্ধে জোড়া গোল করলেন মোহাম্মদ ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ালেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। পরে দুই গোল শোধ করে ঘুরে দাঁড়াল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ৩-২ গোলে জেতে শিরোপাধারীরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। টানা দুই ড্রয়ের পর লিগে প্রথম হারের স্বাদ পেল ব্রাদার্স।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ব্রাদার্সের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় বসুন্ধরা কিংস। তৃতীয় মিনিটে আলমগীর কবির রানার কর্নারে তপু বর্মনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। চতুর্দশ মিনিটে বিপলু আহমেদের ক্রসে তৌহিদুল আলম সবুজের শট গোলরক্ষক জাফর সরদার দারুণ দক্ষতায় ফেরান।
চাপ ধরে রেখে তিন মিনিট পর এগিয়ে যায় আগের ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আসা বসুন্ধরা কিংস। ডি-বক্সের একটু ওপর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ ইব্রাহিম।
৩১তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে যাওয়া বিপলুর শট জাফর ফেরানোর পর ফাঁকায় পেয়ে গিয়েছিলেন ইব্রাহিম; ভারসাম্য হারিয়ে এই ফরোয়ার্ডের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বিপলুর ছোট পাস ধরে কোস্টারিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরা বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে বড় জয়ের পথে ছুটতে থাকে বসুন্ধরা কিংস।
৬৩তম মিনিটে বাঁ দিক থেকে মোবারক হোসেনের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজি লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাদার্স। ৭৬তম মিনিটে সতীর্থের ক্রসে অরুপ বৈদ্যর হেডে আনিসুর রহমান জিকো পরাস্ত হলে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়