সেই ‘দুই ক্ষত’ মনে আছে বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মৌসুমেই প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে গেছে বার্সেলোনা। তিক্ত এই অভিজ্ঞতা দলের খেলোয়াড়দের মনে আছে বলে জানিয়েছেন দলটির কোচ কিকে সেতিয়েন। তবে চলতি মৌসুমে প্রতিযোগিতার শেষ ষোলোয় নাপোলির মাঠে তা কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 10:02 AM
Updated : 25 Feb 2020, 10:34 AM

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় নাপোলির বিপক্ষে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরেই প্রথম লেগে বড় জয়ের পর ফিরতি লেগে হেরে ছিটকে যায় বার্সেলোনা। গত মৌসুমে সেমি-ফাইনালে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ৪-০ ব্যবধানে হারে কাতালান দলটি। এর আগের আসরে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে ঘরের মাঠে বড় জয়ের পর ফিরতি পর্বে হেরে বিদায় নেয় তারা।

প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নরা সবশেষ ফাইনালে খেলেছে ২০১৪-১৫ মৌসুমে। গত নয় মৌসুমে এটিই ছিল বার্সেলোনার সবশেষ ইউরোপিয়ান শিরোপা। নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন সেতিয়েন।

“বাস্তবতা হলো, ওই ম্যাচগুলো নিয়ে কথা হয়েছে খুবই কম। যদিও এটা নিশ্চিত যে ব্যাপারটা সবারই মনে আছে।”

তবে সেই তিক্ত অভিজ্ঞতা দলের খেলায় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন সেতিয়েন।

“সম্ভবত এটা তুলনাযোগ্য নয়।… আমার বিশ্বাস আছে যে আমরা ধারাবাহিকতা ধরে রাখব। আমি বিশ্বাস করি, লম্বা সময় ধরে আমরা যেমন পারফম্যান্স দেখিয়ে আসছি, সেই মানের খেলা উপহার দিতে পারব।”

গত জানুয়ারিতে এরনেস্তো ভালভেরদেকে বরখাস্ত করে সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা। লিগে টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ইতালিতে এসেছে দলটি। শেষ ম্যাচে লা লিগায় লিওনেল মেসির চার গোলে লেভান্তেকে ৫-০ গোলে হারায় তারা।

কোচ হিসেবে সেতিয়েনের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। এজন্য রোমাঞ্চিত সাবেক রিয়াল বেতিস কোচ।

“কোনো সন্দেহ নেই, এটা আমার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এবং এটি আমাকে আরও বেশি প্রেরণা জোগাচ্ছে।… আমি মনে করি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।”

তবে রোমাঞ্চে ভেসে যাচ্ছেন না সেতিয়েন, “আমরা ইতোমধ্যে দেখেছি যে নাপোলি কী করতে পারে।”

গ্রুপ পর্বে নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-০ গোলে হারানোর পর অ্যানফিল্ডে ১-১ ড্র করেছিল নাপোলি। সেরি আয় সবশেষে ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে জেন্নারো গাত্তুসোর দল।