পুলিশের প্রথম জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2020 08:56 PM BdST Updated: 24 Feb 2020 09:45 PM BdST
উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ২-১ গোলে জিতে পুলিশ। তিন ম্যাচে একটি করে হার, ড্র ও জয়ে ৪ পয়েন্ট তাদের।
আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরে লিগ শুরু করা পুলিশ এফসি নিজেদের দ্বিতীয় ম্যাচে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দেয় ১-১ ব্যবধানে।
ম্যাচের তৃতীয় মিনিটে রিভেরা সিডনির শট লক্ষ্যভ্রষ্ট না হলে শুরুতেই এগিয়ে যেতে পারত পুলিশ। ২৮তম মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে বল লক্ষ্যে রাখতে পারেননি উত্তর বারিধারার ল্যান্ডিং ডারবোয়ে।
একটু পর বাবলুর ক্রসে সিডনির প্লেসিং শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩১তম মিনিটে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডই হেডে পুলিশকে এগিয়ে নেন। ৩৬তম মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন বুলগেরিয়ার লাসকভ আন্তোনিও।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডারবোয়ের ক্রসে আরিফ হোসেন হেডে জাল খুঁজে নিলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বসুন্ধরা কিংসের কাছে হেরে লিগ শুরু করা উত্তর বারিধারা। কিন্তু যোগ করা সময়ে মোহাম্মদ সোহেলের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরলে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
দিনের অন্য ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়