ইতালিতে করোনাভাইরাস পরীক্ষা হবে মেসিদের

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইতালিতে পৌঁছানোর পর বার্সেলোনা খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করে দেখা হবে বলে সুত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন এফসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 11:50 AM
Updated : 24 Feb 2020, 01:26 PM

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথমে লেগে মঙ্গলবার রাতে নাপোলির মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর এক দিন আগে নাপোলসে পৌঁছানোর কথা কাম্প নউয়ের দলটির।

ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে সেরি আ লিগের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, লিগের ২৬তম রাউন্ডের সব খেলা স্থগিত করতে।

সুত্রের উদ্ধৃতি দিয়ে ইএসপিএন এফসি জানায়- দেশটিতে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে, অসুস্থতার লক্ষণ ধরা পড়লে সেখান থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে।

ইউরোপে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ইতালি। এই রোগে আক্রন্ত হয়ে শনিবার পর্যন্ত দেশটিতে দুইজনের মৃত্যু হয়েছে।