‘স্পেশাল’ শিশুদের বিশেষ ভবিষ্যতের জন্য ম্যারাথন

‘স্পেশাল’ শিশুদের ভবিষ্যতকে আরও সুন্দর করার লক্ষ্য নিয়ে ঢাকায় হতে যাচ্ছে ম্যারাথন প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 10:28 AM
Updated : 20 Feb 2020, 10:33 AM

ক্যাডেট কলেজ ক্লাব ও রানবাংলার আয়োজনে আগামী ১৩ মার্চ হাতিরঝিলে শুরু হবে ১০ কিলোমিটার ম্যারাথন। ক্যাডেট কলেজে পড়ুয়াদের সঙ্গে দেশ ও দেশের বাইরে আগ্রহীদের সবার জন্যই থাকছে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ।
 
দেড় ঘণ্টার মধ্যে যারা দৌড় শেষ করতে পারবেন, তাদেরকে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রানিং এআইএসএসের সার্টিফিকেট দেওয়া হবে।
 
দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎকে আরও সুন্দর করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন ক্যাডেট কলেজ ক্লাবের সহ-সভাপতি মোসলেহ উজ জামান।
 
“এই আয়োজন থেকে যে আয় হবে, তার একটা অংশ আমরা স্পেশাল শিশুদের নিয়ে কাজ করা সরকারী কোনো সংস্থার কাছে হস্তান্তর করব।”