মৌসুমে হিউং-মিনকে পাওয়ার আশা নেই মরিনিয়োর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020 09:30 PM BdST Updated: 18 Feb 2020 09:30 PM BdST
গুরুতর চোটে পড়া সন হিউং-মিনকে মৌসুমের বাকি সময়ে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ জোসে মরিনিয়ো। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ডের ডান হাতে অস্ত্রোপচার করানো হবে।
গত রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে হাতে আঘাত পান ২৭ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান। ম্যাচটিতে জোড়া গোল করেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে ‘বেশ কয়েক সপ্তাহের’ জন্য হিউং-মিনের ছিটকে যাওয়ার খবর দেয় টটেনহ্যাম। তবে মরিনিয়ো মনে করেন, বাস্তবতাটা ভিন্ন।
“মৌসুমের বাকি সময়ে তাকে পাওয়ার আশা আমি করছি না…সে দুই-তিন ম্যাচ খেলতে পারে, এমনটা বলার কারণ সে (টটেনহ্যামের প্রেস কর্মকর্তা) একটু বেশিই আশাবাদী। আশা করি সে ঠিক। তবে আমি এমনটা মনে করছি না।”
“আমরা তাকে (হিউং-মিন) মিস করতে যাচ্ছি। ক্লাব দারুণ একটা বিবৃতি লিখেছে। আমি লিখলে ভিন্নভাবে লিখতাম।”
হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে গত জানুয়ারি থেকে দলের বাইরে আছেন আরেক ফরোয়ার্ড হ্যারি কেইন।
দলটির আক্রমণভাগে এখন সুস্থ আছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান লুকাস মউরা, গত জানুয়ারিতে যোগ দেওয়া ২২ বছর বয়সী নেদারল্যান্ডসের স্টিভেন বেরগভেইন ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের ট্রয় প্যারট। তবে ১৮ বছর বয়সী প্যারট এখনও সিনিয়র দলে খেলার পর্যায়ে যাননি বলে মনে করেন মরিনিয়ো।
“আগে আমি চিন্তিত ছিলাম বেঞ্চে আক্রমণভাগের খেলোয়াড়দের বিকল্প না থাকায়। আর এখন মাঠেই আমাদের ফরোয়ার্ডের বিকল্প নেই।”
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে