মৌসুমে হিউং-মিনকে পাওয়ার আশা নেই মরিনিয়োর

গুরুতর চোটে পড়া সন হিউং-মিনকে মৌসুমের বাকি সময়ে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ জোসে মরিনিয়ো। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ডের ডান হাতে অস্ত্রোপচার করানো হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 03:30 PM
Updated : 18 Feb 2020, 03:30 PM

গত রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে হাতে আঘাত পান ২৭ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান। ম্যাচটিতে জোড়া গোল করেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে ‘বেশ কয়েক সপ্তাহের’ জন্য হিউং-মিনের ছিটকে যাওয়ার খবর দেয় টটেনহ্যাম। তবে মরিনিয়ো মনে করেন, বাস্তবতাটা ভিন্ন।

“মৌসুমের বাকি সময়ে তাকে পাওয়ার আশা আমি করছি না…সে দুই-তিন ম্যাচ খেলতে পারে, এমনটা বলার কারণ সে (টটেনহ্যামের প্রেস কর্মকর্তা) একটু বেশিই আশাবাদী। আশা করি সে ঠিক। তবে আমি এমনটা মনে করছি না।”

“আমরা তাকে (হিউং-মিন) মিস করতে যাচ্ছি। ক্লাব দারুণ একটা বিবৃতি লিখেছে। আমি লিখলে ভিন্নভাবে লিখতাম।”

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে গত জানুয়ারি থেকে দলের বাইরে আছেন আরেক ফরোয়ার্ড হ্যারি কেইন।

দলটির আক্রমণভাগে এখন সুস্থ আছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান লুকাস মউরা, গত জানুয়ারিতে যোগ দেওয়া ২২ বছর বয়সী নেদারল্যান্ডসের স্টিভেন বেরগভেইন ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের ট্রয় প্যারট। তবে ১৮ বছর বয়সী প্যারট এখনও সিনিয়র দলে খেলার পর্যায়ে যাননি বলে মনে করেন মরিনিয়ো।

“আগে আমি চিন্তিত ছিলাম বেঞ্চে আক্রমণভাগের খেলোয়াড়দের বিকল্প না থাকায়। আর এখন মাঠেই আমাদের ফরোয়ার্ডের বিকল্প নেই।”