বড় জয়ে শীর্ষে বায়ার্ন

শুরুতেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বায়ার্ন মিউনিখ। বিরতির পর ব্যবধান আরও বাড়ালেন সের্গে জিনাব্রি। বড় জয়ে বুন্ডেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 04:34 PM
Updated : 16 Feb 2020, 04:41 PM

রোববার কোলনের মাঠে ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলে ছয় ম্যাচে অপরাজিত রইল হ্যান্স ফ্লিকের দল।

২২ ম্যাচে ১৪ জয় ও চার ড্রযে তাদের পয়েন্ট হলো ৪৬। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল উৎসব শুরু করেন রবের্ত লেভানদোভস্কি। টমাস মুলারের পাস পেয়ে ডি-বক্সের ভেতরে দূরহ কোণ থেকে জাল খুঁজে নেন দারুণ ছন্দে থাকা এই পোলিশ ফরোয়ার্ড। চলতি আসরে এটি তার ২৩তম গোল।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান। দ্বাদশ মিনিটে আরও এক গোল করে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান জিনাব্রি। ২৯তম মিনিটে জার্মান এই মিডফিল্ডারের শট ফেরে ক্রসবারে লেগে।

৬৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন জিনাব্রি। তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি আসরে এটি তার নবম গোল।

চার মিনিট পর ব্যবধান কমান কোলনের জার্মান স্ট্রাইকার মাক উট।