গুয়ার্দিওলা ও সিটির খেলোয়াড়দের জন্য ব্যথিত ক্লপ

ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার সিটি নিষিদ্ধ হওয়ায় দলটির কোচ পেপ গুয়ার্দিওলা ও খেলোয়াড়দের প্রতি সমবেদনা জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 11:49 AM
Updated : 16 Feb 2020, 01:34 PM

ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় সিটিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। পাশাপাশি আড়াই কোটি ইউরো জরিমানা করা হয় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে সিটির হাতে ১০ দিন সময় আছে। প্রতিপক্ষ দলের এই নিষেধাজ্ঞা ব্যথিত করেছে ক্লপকে।

“এটি শোনার পর আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমি বুঝতে পারছি, এটা তাদের জন্য অনেক কষ্টের।”

“এই বিষয়গুলো কিভাবে কাজ করে এ সম্পর্কে আমার ধারণা নেই। আমি যেটা বলতে পারি তা হলো, পেপ গুয়ার্দিওলার অধীনে ম্যানটেস্টার সিটি অসাধারণ ফুটবল খেলে। তারা যা করে সবসময় আমি তার প্রশংসা করি।”

“সত্যি বলতে, পেপ ও তার দলের খেলোয়াড়দের মনোভাব আমি বুঝতে পারছি কারণ, আমি নিশ্চিত, তারা ভুল কিছু করেনি। তারা কেবল অসাধারণ ফুটবল খেলেছে।”