চতুর্থ রাউন্ডে নাদাল

স্বদেশি পাবলো কারেনো বুস্তাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 11:30 AM
Updated : 25 Jan 2020, 01:32 PM

রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার মিশনে মেলবোর্ন পার্কে শনিবার ৬-১, ৬-২, ৬-৪ গেমে জেতেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা।

প্রতিযোগিতার ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল শেষ ষোলোয় লড়বেন নিক কিরগিয়সের বিপক্ষে।

সাড়ে চার ঘণ্টা স্থায়ী ম্যাচে রাশিয়ার কারেন খাচানোভকে ৬-২, ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ৬-৭ (৭-৯), ৭-৬ (১০-৮) গেমে হারান কিরগিয়স।

হার্ড কোর্টে নাদালের বিপক্ষে তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুবার জিতেছেন ২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।

যুক্তরাষ্ট্রের ঊনবিংশ বাছাই জন ইসনার চোটের কারণে ম্যাচ শেষ করতে পারেননি। সে সময় ৬-৪, ৪-১ গেমে এগিয়ে থাকা সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা পেয়ে যান চতুর্থ রাউন্ডের টিকেট।

শেষ ষোলোয় উঠেছেন অস্ট্রিয়ার পঞ্চম বাছাই ডমিনিক টিমও।

মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দুই নম্বর বাছাই কারোলিনা প্লিসকোভা। আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার বিপক্ষে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৩) গেমে হেরে যান তিনি।

এস্তোনিয়ার অনেত কোনতাভিয়েতের বিপক্ষে ৬-০, ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের ছয় নম্বর বাছাই বেলিন্ডা বেনচিচ।

ইউক্রেনের পঞ্চম বাছাই এলিনা ভিতোলিনাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী গার্বিনে মুগুরুসা।

এছাড়া সরাসরি সেটে জিতে শেষ ষোলোয় উঠেছেন চতুর্থ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ।