রিয়াল-ইউনাইটেডকে কখনও কোচিং করাবেন না গুয়ার্দিওলা!

ম্যানচেস্টার সিটির দায়িত্ব শেষে যাবেন অন্য কোনো ঠিকানায়। নিবেন অন্য কোনো দলের দায়িত্ব। তবে কখনোই রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হবেন না বলে স্পষ্ট করে করে জানিয়ে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2020, 02:20 PM
Updated : 7 Jan 2020, 02:20 PM

গত দুই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি চলতি মৌসুমে কিছুটা মলিন। লিগে ২১ ম্যাচে তাদের অর্জন ৪৪ পয়েন্ট। ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে আছে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে।

২০২১ সাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আছে গুয়ার্দিওলার। তবে চলতি মৌসুমে দলের পারফরম্যান্সে তার শেষ দেখছেন অনেকেই।

ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে ইংলিশ লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে সিটি ও ইউনাইটেড। ম্যাচের আগে ক্যারিয়ারের ভবিষ্যত ভাবনায় এসব কথা বলেন বার্সেলোনার সাবেক কোচ গুয়ার্দিওলা।

“সিটিকে কোচিং করানোর পর, আমি ইউনাইটেডের দায়িত্ব নিব না। যেমনটা আমি কখনোই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেব না। অবশ্যই না।”

“যদি অন্য কোনো প্রস্তাব না থাকে, আমি হয়তো মালদ্বীপে থাকব! মালদ্বীপ নাও হতে পারে, কারণ সেখানে কোনো গলফ কোর্স নেই।”

সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনাইটেডের বিপক্ষে গুয়ার্দিওলার রেকর্ড দারুণ। এ সময়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আটবারের দেখায় চারটিতে জিতেছে তার দল। অন্যটি ড্র।