কোয়ার্টার-ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ও মোহামেডান

৫ করে পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল তিন দল। গোল পার্থক্য সমান। শেষ পর্যন্ত হলুদ কার্ড বেশি পাওয়ায় কপাল পুড়ল শেখ রাসেল ক্রীড়া চক্রের। ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 02:36 PM
Updated : 28 Dec 2019, 02:40 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেল ১-১ ড্র করে। দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় মোহামেডান।

গ্রুপ পর্ব শেষে একটি করে জয় ও দুটি করে ড্রয়ে ৫ করে পয়েন্ট দাঁড়ায় তিন দলের। গোল পার্থক্যও হয় সমান। বাইলজ অনুযায়ী বেশি হলুদ কার্ড পাওয়ায় ছিটকে যায় শেখ রাসেল। গ্রুপ চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা, রানার্স-আপ মোহামেডান।

দ্বাদশ মিনিটে কর্নারের পর ডি বক্সের জটলার ভেতর থেকে হেডে আজিজভ আলিশেরের লক্ষ্যভেদে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মুক্তিযোদ্ধা সংসদ। ৫১তম মিনিটে সতীর্থের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে সমতা ফেরান ইসমাইল বাঙ্গুরা। বাকি সময়ে কেউ জয়সূচক গোল না পেলে সমতায় শেষ হয় ম্যাচ।