উগান্ডা থেকে আবারও গায়েব ইরিথ্রিয়ান ফুটবলার

উগান্ডায় একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইরিথ্রিয়া জাতীয় দলের সাত ফুটবলারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 04:04 PM
Updated : 24 Dec 2019, 04:04 PM

মঙ্গলবার অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়, গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার দেশটি সফরের পর ইরিথ্রিয়ার ফুটবলাররা লাপাত্তা হয়ে গেলেন।

তারা কোথায় গেছেন এ নিয়ে কোনো তথ্য নেই। অবশ্য, গত এক দশকে এমন ঘটনা ঘটেছে অনেকবারই। অনেক অ্যাথলেট বিদেশে খেলতে গিয়ে হয় দেশে ফিরতে অস্বীকৃতি জানান, নতুবা গায়েব হয়ে যান।

রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের জন্য এমন হাজার হাজার ইরিথ্রিয়ান প্রতি বছর ‘হর্ন অব আফ্রিকা’ নামে পরিচিত দেশটি ছেড়ে পালিয়ে যান।

অঞ্চলিক ফুটবল সংস্থা সিইসিএএফএ-এর মুখপাত্র রজার্স মলিন্ডওয়া জানান, সোমবার সন্ধ্যার সময়ও কড়া পাহারার মধ্যে হোটেলে ছিলেন ওই সাত ফুটবলার।

এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরিথ্রিয়ান সরকার। উগান্ডার কাছে ৩-০ গোলে হারের পর দলটির বাকি সদস্যরা দেশে ফিরেছেন।

গত অক্টোবরে উগান্ডায় আরেকটি সিইসিএএফএ টুর্নামেন্ট চলাকালীন সময়ও পাঁচ ইরিথ্রিয়ান খেলোয়াড় হোটেল থেকে লাপাত্তা হয়ে গিয়েছিলেন।

২০১২ সালের ঘটনা ছিল আরও বড়। তখনও আয়োজক সংস্থা ও দেশ একই ছিল। সেবার দেশটি থেকে গায়েব হয়ে যান ইরিথ্রিয়ান জাতীয় ফুটবল দলের ১৪ জন ফুটবলার।