জয়ে বছর শেষ বায়ার্নের

আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বায়ার্ন মিউনিখের ত্রাতা জোশুয়া ও সের্গে জিনাব্রি। তাদের শেষ সময়ের গোলে জয় দিয়ে বছর শেষ করলো জার্মানির সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 05:28 PM
Updated : 21 Dec 2019, 05:28 PM

বুন্ডেসলিগায় শনিবার নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে বায়ার্ন।

একই সময়ে হওয়া ম্যাচে আউসবুর্ককে ৩-১ গোলে হারায় লাইপজিগ। ফলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লাইপজিগের সাথে বায়ার্নের ব্যবধান ৪ পয়েন্টই রইল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। ৩০ পয়েন্ট নিয়ে চারে বরুশিয়া ডর্টমুন্ড।

গত এক দশকে এই প্রথম মৌসুমের মাঝপথে এসে পয়েন্ট তালিকার শীর্ষে নেই বায়ার্ন অথবা ডর্টমুন্ড।

বুন্ডেসলিগায় মৌসুমের সবচেয়ে কম গোল হজম করা দল ভলফসবুর্ক। এদিনও তারা বায়ার্নের জন্য কাজটা কঠিন করে তোলে। বেলজিয়ান গোলরক্ষক কোয়েন কাস্তেলস ছিলেন দুর্দান্ত।

মৌসুমে ১৯ গোল করা লেভানদোভস্কি প্রথম সুযোগ পান ৪২তম মিনিটে। কিন্তু পোলিশ ফরোয়ার্ডের নেওয়া হেড দারুণভাবে রুখে দেন গোলরক্ষক।

টানা দ্বিতীয় ম্যাচে বদলি নেমে ব্যবধান গড়ে দেন জোশুয়া। টমাস মুলারের বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছ থেকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে লেভানদোভস্কির দূরপাল্লার শট দিক পাল্টে জালে পাঠান জিনাব্রি।