তেতে থাকা দলের পারফরম্যান্সে মুগ্ধ মরিনিয়ো

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারকে পেছনে ফেলে বার্নলিকে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের পুরো সময় জুড়েই ধরে রেখেছে আধিপত্য, প্রতিপক্ষকে দেয়নি সামান্যতম সুযোগ। দলের এই চমৎকার এই পারফরম্যান্সকে ‘হারের প্রতিক্রিয়া’ হিসেবে দেখছেন টটেনহ্যাম কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 07:51 AM
Updated : 8 Dec 2019, 07:51 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের মাঠে টটেনহ্যাম জিতেছে ৫-০ ব্যবধানে। দলের জয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। একক প্রচেষ্টায় দারুণ এক গোল আসে সন হিয়ুং-মিনের পা থেকে। বাকি দুটি গোল করেছেন মুসা সিসোকো ও লুকাস মউরা।

ওল্ড ট্রাফোর্ড থেকে ২-১ গোলে হেরে আসার পর খেলোয়াড়েরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে মুগ্ধ মরিনিয়ো।

“আমি চাই না একটা ম্যাচ হারার পর দলের সবাই বিষণ্ণ থাকুক। আপনাকে হারের পর প্রতিক্রিয়া দেখাতে হবে, তেতে থাকা জরুরি এবং আজ প্রথম মিনিট থেকেই সবাই বুঝতে পেরেছে যে আমরা তেতে আছি।”

“ম্যাচের সব দিক বিবেচনা করেই এটা একটা অসাধারণ পারফরম্যান্স - যে গোলগুলো আমরা করেছি, যে মানের ফুটবল খেলেছি, যেরকম আধিপত্য দেখিয়েছি, যেভাবে রক্ষণ সামলেছি, ক্লিন শিট, তিনজন বদলি খেলোয়াড়ের পারফরম্যান্স।  সমর্থকেরা আনন্দিত, দুই অর্ধেই আমাদের পারফরম্যান্স ছিল দূর্দান্ত।”

৩২তম মিনিটের সনের করা অবিশ্বাস্য গোলটির কথা মরিনিয়ো উল্লেখ করলেন আলাদাভাবে।

“সনের গোলটা ছিল অসামান্য। বাকিরাও দারুণ কিছু গোল করেছে…… আরও কয়েকটি গোলও হতে পারতো। আমরা খুব খুব ভালো ছিলাম ম্যাচে।”