বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

লা লিগার শিরোপা লড়াইটা বেশ জমে উঠেছে। এবার যেমন এস্পানিওলকে হারিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। অবশ্য দিন শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের হটিয়ে ফের চূড়ায় ওঠার সুযোগ থাকছে বার্সেলোনার সামনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 01:56 PM
Updated : 7 Dec 2019, 02:41 PM

এস্পানিওলকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় দুপুরে লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল।

বেশ কিছুদিন ধরে নজরকাড়া ফুটবল খেলছে রিয়াল। এস্পানিওলের বিপক্ষেও আক্রমণাত্মক শুরু করা দলটি নবম মিনিটে এগিয়েও যেতে পারতো। তবে ভিনিসিউস জুনিয়রের শট পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। আট মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক দিয়েগো লোপেস।

শুরু থেকে দারুণ খেলতে থাকা ভিনিসিউস ২৭তম মিনিটে আবারও ভীতি ছড়ান। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট ঘেঁষে জোরালো শট নেন তিনি। কোনোমতে পা বাড়িয়ে কর্নারের বিনিময়ে ঠেকান লোপেস।

রিয়ালের অপেক্ষার শেষ হয় ৩৭তম মিনিটে। বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভারানে। মৌসুমে ফরাসি এই ডিফেন্ডারের এটি প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতি-আক্রমণে রিয়ালের রক্ষণে ভীতি ছড়ান সের্হি দার্দের। অসাধারণ এক স্লাইড ট্যাকলে কোনো বিপদ হতে দেননি কাসেমিরো।

দুই অর্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা বেনজেমা ৭৯তম মিনিটে পান সাফল্যের দেখা। দারুণ এক গোলে দ্বিগুণ করেন ব্যবধান। সতীর্থের পাস ধরে মিডফিল্ডার ভালভেরদেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ফরাসি স্ট্রাইকার। সতীর্থের ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন। আসরে এটি তার একাদশ গোল।

চার মিনিট পর বেশ একটা ধাক্কা খায় রিয়াল। ভিক্তর গোমেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। তবে রিয়ালের জয়ের পথে তা বাধা হতে পারেনি।

১৫ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৩৪।

৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। তবে দিনের শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে এরনেস্তো ভালভেরদের দল।