এমবাপে-নেইমারের গোলে পিএসজির জয়

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ধরে রাখা পিএসজিকে বিরতির পর দারুণ এক গোলে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করলেন নেইমার। নঁতেকে হারিয়ে লিগে শীর্ষস্থান মজবুত করল টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 10:08 PM
Updated : 4 Dec 2019, 10:24 PM

ঘরের মাঠে বুধবার ২-০ গোলে জিতেছে পিএসজি। গত এপ্রিলে লিগে শেষ দেখায় নঁতের মাঠে ৩-২ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির আগে খুব বেশি গোছালো আক্রমণ করতে পারেনি স্বাগতিকরা। ৪১তম মিনিটে নেইমার বল জালে জড়ালেও গোল পায়নি তারা। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে আক্রমণের শুরুতে ইউলিয়ান ড্রাক্সলারের বিরুদ্ধে ‘ফাউল প্লের’ বাঁশি বাজান রেফারি।

৫২তম মিনিটে দলকে প্রথম গোল এনে দেন এমবাপে। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে ছোট ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ডকে পাস বাড়ান আনহেল দি মারিয়া। গতিতে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ এক ফ্লিকে জাল খুঁজে নেন এমবাপে।

৮৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার। এমবাপের বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। গত ৫ অক্টোবর লিগে অঁজির বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোল করেছিলেন নেইমার। পরে লম্বা সময় চোটের কারণে  বাইরে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিগে ১৫ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।