এবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হোঁচট
ক্রীড়া প্রতিবেদক কাঠমাণ্ডু থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2019 07:48 PM BdST Updated: 03 Dec 2019 08:58 PM BdST
প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে মালদ্বীপের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে জেমি ডের দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা।
দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট বাংলাদেশের। ভুটানকে মঙ্গলবার ৪-০ গোলে হারানো স্বাগতিক নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। শ্রীলঙ্কার পয়েন্টও ১, তবে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।
দশম মিনিটে রবিউল হাসানের শট পোস্টের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে জালের নাগাল পেলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোল পায়নি বাংলাদেশ। তখন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ কোচকে। ম্যাচ শেষে বলেন, গোলবঞ্চিত হয়েছেন তারা।
৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আগের ম্যাচে হেরে আসা বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রোয়ে রিয়াদুল হাসান রাফির হেড গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায়।
সমতায় ফিরতে মরিয়া মালদ্বীপ বাংলাদেশের রক্ষণে দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ দিতে থাকে। চতুর্দশ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দারুণ সেভে বেঁচে যায় বাংলাদেশ। এরপর ইব্রাহিম মাহুদে হোসাইনের ফিরতি শট ফেরে পোস্টে লেগে।
গোছালো ফুটবল খেলা মালদ্বীপ ৭০তম মিনিটে সমতায় ফেরে। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেওয়া শটে পরাস্ত হন জিকো। বলের লাইনে থাকলেও আটকাতে পারেননি তিনি।
একটু পর জিকো একটি সেভ করেন। আরেকটি শট পোস্টে লেগে ফেরে। বাকিটা সময় এগিয়ে যাওয়া গোলের দেখা পায়নি বাংলাদেশ।
১৯৯৯ সালে প্রথম ছেলেদের ফুটবলের সোনা জেতা বাংলাদেশ ২০১০ সালে দ্বিতীয় ও সবশেষ সেরা হয়েছিল। ২০১৬ সালে পেয়েছিল ব্রোঞ্জ। দুই ম্যাচে জয়হীন থাকায় বাংলাদেশের এবার মুকুট ফিরে পাওয়ার আশা অনেকটাই মলিন হয়ে গেছে।
হোচঁট খেলেও দলের খেলায় খুশি বাংলাদেশ কোচ ডে। জানালেন নেপাল থেকে ব্রোঞ্জ নিয়ে ফেরাটাও ভালো ফল হবে তার দলের জন্য।
“ভূটান ম্যাচের চেয়ে এই ম্যাচে ফুটবলাররা ভালো খেলেছে। প্রথমার্ধে আমাদের গোলটি অফসাইডে বাতিল না করলে ম্যাচের চিত্র আরও ভিন্ন হতে পারতো। আমাদের দুইটি ম্যাচ রয়েছে। ফলে আমাদের এখনও সম্ভাবনা আছে।”
“আমি কখনও ফেভারিট বা স্বর্ণ জয়ের কথা বলিনি। আপনারাই ( গণমাধ্যম ) সোনা জয়ের কথা বলেছেন। সেরা তিনের মধ্যে থেকে ব্রোঞ্জ পেলেও বাংলাদেশের জন্য ভালো ফলাফল বলে আমি মনে করি।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা