'নেইমারকে সামলানো কঠিন, তবে দলের তাকে প্রয়োজন'

‘অস্থিরমনা’ হওয়ার কারণে নেইমারকে সামলাতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন টমাস টুখেল। তবে সাফল্যের জন্য দলে ব্রাজিলিয়ান এই তারকা ও কিলিয়ান এমবাপের বিকল্প নেই বলে মনে করেন পিএসজি কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 04:48 PM
Updated : 26 Nov 2019, 04:48 PM

গত দলবদলের বাজারে পুরানো ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার। পিএসজি সমর্থকরা স্বাভাবিকভাবেই যা ভালোভাবে নেয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক চোট সমস্যা। বারবার চোটে পড়ায় চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ছয়টি লিগ ম্যাচে খেলতে পেরেছেন সবচেয়ে দামি এই ফুটবলার, করেছেন ৪ গোল।

মাঠের বাইরের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য প্রায়ই শিরোনামে এসেছেন নেইমার। দলের প্রধান কোচ টুখেলের দাবি, ২৭ বছর বয়সী এই তারকাকে সামলে রাখা কঠিন।

“নেইমারকে সামলে রাখা আদৌ সহজ কাজ নয়! তার হৃদয়টা অনেক, অনেক বড়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সবসময় এটা দেখায় না।”

“মাঝে মধ্যে সে উত্তেজিত হয়ে পড়ে এবং এটা খুবই হতাশার কারণ এটা অপ্রয়োজনীয়। আমি তাকে এ কথা বলি। আমরা একসাথে অনেক মজা করি এবং আমি সবসময় তাকে সত্যিটা বলার চেষ্টা করি।”

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রন্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি।

এদিকে টুখেলের দলের আরেক তারকা এমবাপেকে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। এই দুই জনকে ছাড়া দলীয় সাফল্য বয়ে আনা অসম্ভব বলে মনে করেন ৪৬ বছর বয়সী জার্মান কোচ।

“নেইমার অথবা এমবাপেকে ছাড়া কোনো কিছুই জেতা সম্ভব না।”