সার্ক দাবায় জিয়া-রাজীবের জয়ে শুরু

সার্কভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে শুরু হওয়া সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ্সের প্রথম আসরে শুভসূচনা করেছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 04:40 PM
Updated : 25 Nov 2019, 04:40 PM

উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে সোমবার জিয়া ফিদে মাস্টার সাইফ উদ্দীন লাভলুকে এবং রাজীব নেপালের কৃষ্ণ থাপাকে হারান। মকিতুল ইসলাম রিপনকে হারিয়ে জয়ে শুরু করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার প্রান্তিক রায়, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় প্রথম রাউন্ডে জিতেছেন।

নারী বিভাগে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, শ্রীলংকার ধাহামপ্রিয়া,  নুশরাত জাহান আলো, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস শুভসূচনা করেছেন।

উন্মুক্ত বিভাগে দুই গ্র্যান্ডমাস্টার, ৬ ইন্টারন্যাশনাল মাস্টারসহ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৮৭ জন খেলোয়াড় এবং মহিলা বিভাগে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ২২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে বলে জানিয়েছে দাবা ফেডারেশন।