ইকার্দি-দি মারিয়ার গোলে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2019 03:48 AM BdST Updated: 23 Nov 2019 04:01 AM BdST
লিগ ওয়ানে মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়ার গোলে লিলকে হারিয়েছে পিএসজি।
ঘরের মাঠে শুক্রবার ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা।
গত এপ্রিলে সবশেষ মুখোমুখি লড়াইয়ে লিলের মাঠে ৫-১ গোলে উড়ে গিয়েছিল পিএসজি।
ছন্দে থাকা ইকার্দির গোলে ম্যাচের সপ্তদশ মিনিটে এগিয়ে যায় প্যারিসের দলটি। ইদ্রিসা গেয়ির বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ইন্টার মিলান থেকে এ মৌসুমে ধারে আসা ইকার্দির লিগ ওয়ানে মোট গোল হলো ছয়টি। এ সময়ে চ্যাম্পিয়ন্স লিগেও চারটি গোল করেছেন তিনি।
ম্যাচের ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ইউলিয়ান ড্রাক্সলারের পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। আসরে তারও মোট গোল হলো ছয়টি।
হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় ছয় সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি নেইমার। ৬৫তম মিনিটে তাকে তুলে চোট থেকে ফেরা আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে নামান কোচ টুখেল।
বাকি সময়ে দুটি ভালো সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি শিরোপাধারীরা।
১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই।
১৪ ম্যাচে লিলের পয়েন্ট ১৯।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ