এটিপি ফাইনালসে অভিষেকেই চ্যাম্পিয়ন সিৎসিপাস

শেষ চারে রজার ফেদেরারকে হারিয়ে চমক দেখানো স্তেফানোস সিৎসিপাস বাজিমাত করলেন ফাইনালেও। তিন সেটে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে দিলেন ডোমিনিক টিমকে। প্রথমবারের মতো এটিপি ফাইনালসে অংশ নিয়েই জিতে নিলেন শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 09:37 PM
Updated : 17 Nov 2019, 09:37 PM

লন্ডনের ওটু অ্যারেনায় রোববার ফাইনালে প্রথম সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ২১ বছর বয়সী সিৎসিপাস। দ্বিতীয় সেটে উড়িয়ে দেন অস্ট্রিয়ার টিমকে। পরে তৃতীয় সেটে টাইব্রেকারে জিতে মৌসুম শেষের এই টুর্নামেন্টে ১৮ বছরের মধ্যে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে জেতেন শিরোপা।

দুই ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৎসিপাস জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। প্রতিযোগিতাটির ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।

২০০১ সালে ২০ বছর বয়সে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ার লেইটন হিউয়েট।