দাপুটে জয়ে ইউরোর মূল পর্বে জার্মানি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019 03:58 AM BdST Updated: 17 Nov 2019 03:58 AM BdST
বেলারুশকে বড় ব্যবধানে হারিয়ে ২০২০ সালের ইউরোর মূল পর্বে খেলার টিকেট পেয়েছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে মূল পর্বে উঠেছে নেদারল্যান্ডসও।
বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে নিজেদের মাঠে বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। নেদারল্যান্ডস-নর্দার্ন আয়ারল্যান্ড গোলশূন্য ড্র করে।
৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
প্রথমার্ধের শেষ দিকে মাথিয়াস গিনটারের গোলে এগিয়ে যাওয়া জার্মানি ৪৯তম মিনিটে লিওনের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ছয় মিনিট পর টনি ক্রুস ব্যবধান আরও বাড়ান।
৭৫তম মিনিটে ইগর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে বেলারুশের ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যায়। উল্টো ৮৩তম মিনিটে ক্রুসের গোলে জার্মানির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
‘ই’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূল পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। আজারবাইজানকে ২-০ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আশা বাচিঁয়ে রেখেছে ওয়েলস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরিরও সুযোগ আছে মূল পর্বে যাওয়ার।
‘জি’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা পোল্যান্ড শনিবার ইসরাইলের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠেছে নর্থ মেসিডোনিয়াকে নিজেদের মাঠে ২-১ গোলে হারানো অস্ট্রিয়া। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপে দ্বিতীয় স্থানে আছে।
‘আই’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা রাশিয়া ও বেলজিয়ামের লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম। ৯ ম্যাচে নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, ২১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রাশিয়া।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ