বঙ্গমাতা এশিয়ান ভলিবলে নেপাল, মালদ্বীপের জয়

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় আছে নেপাল ও মালদ্বীপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 01:09 PM
Updated : 11 Nov 2019, 01:09 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার কিরগিজস্তানকে ৩-০ সেটে হারায় নেপাল। প্রথম সেট ২৫-১৫, দ্বিতীয় সেট ২৫-১৯ এবং তৃতীয় সেটে ২৫-২০ পয়েন্টে জিতে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নেপাল।

দিনের দ্বিতীয় ম্যাচে একপেশে খেলে আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারায় মালদ্বীপ। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ এবং তৃতীয় সেট ২৫-০৮ ব্যবধানে জিতে দলটি। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল মালদ্বীপ।

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দলের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।