তরুণ রদ্রিগোর পারফরম্যান্সে বিস্মিত নন জিদান

দারুণ এক হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে রাঙিয়েছেন ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক। তবে রদ্রিগোর এমন দুরন্ত পারফরম্যান্সে বিস্মিত নন জিনেদিন জিদান। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড প্রতিদিন উন্নতি করছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 12:04 PM
Updated : 7 Nov 2019, 12:04 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জেতে রিয়াল। সাত মিনিটের মধ্যে জোড়া গোল করে শুরুতেই দলকে ভালো অবস্থায় পৌঁছে দেন রদ্রিগো। প্রথমার্ধের শেষ মিনিটে করিম বেনজেমার গোলে অবদান রাখার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের (১৮ বছর ১১৩ দিন) পর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়েন রদ্রিগো (১৮ বছর ৩০১ দিন)।

গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের পর রদ্রিগোকে প্রশংসায় ভাসান জিদান।

“সে আমাকে বিস্মিত করে না।”

“সে বুদ্ধিমান। সে খুব দ্রুত শিখে এবং শিখতে ও উন্নতি করতে চায়।”

“শারীরিকভাবে তাকে আরও শক্তিশালী হতে হবে। কিন্তু কৌশলগত দিক থেকে বল নিয়ে কিভাবে সবকিছু করতে হয় তা সে জানে।”