টেরেঙ্গানুর শক্তি-দুর্বলতা জানা আছে: জামাল

অপরাজিত থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠে আসা টেরেঙ্গানু এফসিকে প্রথম হারের স্বাদ দিতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভূইয়া।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 11:56 AM
Updated : 30 Oct 2019, 02:11 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে কথা বলেন জামাল।

“টুর্নামেন্ট শুরুর আগে আমাদের একটাই লক্ষ্য ছিল-শিরোপা জেতা। সেই লক্ষ্য পূরণে একমাত্র বাধা মালয়েশিয়ার দলটি। আমরা লক্ষ্যের খুব কাছে দাঁড়িয়ে আছি।”

“আজ ওদের সব ভিডিওগুলো বিশ্লেষণ করব। ওদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। লি টাক আছে, জাপানি ব্রুনো আছে। ওদের শক্তি, দুর্বলতা আমাদের জানা আছে। এ সব নিয়ে আলোচনা করব।”

“ওদের হারাতে হলে ওদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের থামাতে হবে। আমাদের মূল খেলোয়াড়দের ভালোভাবে কাজে লাগাতে হবে।”

অধিনায়ক হিসেবে এখনও কোনো শিরোপা উঁচিয়ে ধরা হয়নি জামালের। ২৯ বছর বয়সী ওসব নিয়ে ভাবছেন না। তার ভাবনা জুড়ে দলীয় সাফল্য।

“অধিনায়ক হিসেবে আমি শিরোপা হাতে নিব নাকি অন্য কেউ নেবে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো চট্টগ্রাম আবাহনীর জয়।”

চট্টগ্রাম আবাহনীর ম্যাচ থাকলে এমএ আজিজের গ্যালারিতে দেখা গেছে সমর্থকদের দারুণ উপস্থিতি। ফাইনালেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। সতীর্থদের প্রতি জামালের বার্তা, সমর্থকদের সামনে খেলা উপভোগ করার।

“আমাদের খেলোয়াড়রা এত দর্শকের সামনে খেলতে অভ্যস্ত নয়। তবে সাম্প্রতিক সময়ে আমরা সেটা করতে পেরেছি। ফাইনালের একটা চাপ থাকবে। কিন্তু ছেলেদের বলেছি, এই চাপ, এত দর্শককে উপভোগ করে খেলতে। তাহলে আমাদের সফল্য আসবে।”