আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা কারোলিনা মুচোভা উঠেছেন ফরাসি ওপেনের ফাইনালে।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে আন্তোনিও কন্তের দল।
ম্যাচের ২৩তম মিনিটে মার্তিনেসের দূরপাল্লার শট একজনের পায়ে লেগে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ায়। এবারের লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা পঞ্চম গোল।
৬৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। আসরে বেলজিয়ামের এই স্ট্রাইকারের এটি সপ্তম গোল।
৭৬তম মিনিটে স্লোভাকিয়ার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারের আত্মঘাতী গোলে ব্যবধান কমে। তবে ইন্টারের জয় তাতে আটকায়নি। ১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে শীর্ষে ফেরা ইন্টারের পয়েন্ট ২৫।
এক ম্যাচ কম খেলা ইউভেন্তুস ২ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বুধবার হতে যাওয়া ম্যাচে জেনোয়াকে হারালে শীর্ষে ফিরবে তুরিনের ক্লাবটি।