প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য জামালের

গ্রুপ পর্বে মোহনবাগানকে হারাতে না পারার ক্ষতে কি ভারতের আরেক দল গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে প্রলেপ দিতে চান? চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভূইয়ার উত্তর-প্রতিপক্ষ যেই হোক, সেই শত্রু এবং শত্রুকে গুঁড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য তার।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 01:59 PM
Updated : 27 Oct 2019, 02:13 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী সোমবার সন্ধ্যা ৭টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে ওঠে চট্টগ্রাম আবাহনী। দুই জয় ও এক ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় গোকুলাম।

সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বে মোহনবাগানের বিপক্ষে ‘বেঞ্চের খেলোয়াড়দের’ পরখ করেছিল চট্টগ্রাম আবাহনী; হেরেছিলও। জামাল জানালেন ‘বাঁচা-মরার’ লড়াইয়ে জেতাই একমাত্র লক্ষ্য তার।

“আগামীকাল বড় ম্যাচ। টুর্নামেন্টে এ পর্যন্ত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। কোচও বলেছেন আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আগামীকাল আমাদের বাঁচা-মরার ম্যাচ। শতভাগেরও বেশি দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”

“গোকুলামের বিদেশি খেলোয়াড় অনেক ভালো। নাথানিয়েল গার্সিয়া-হেনরি কিসেকা অনেক ভালো। ওরা বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের ৩টা গোল দিয়েছে। ওরা বিপজ্জনক দল; বিশেষ করে ওদের আক্রমণভাগ। এটা নিয়ে আজকে আমরা কোচের সঙ্গে কাজ করেছি।”

“একজন খেলোয়াড় হিসেবে আমি চাই আমার দলের জয়। ভারতের আরেকটি দল এখন আমাদের প্রতিপক্ষ, তাদের হারাতে চাই। যদি মালয়েশিয়ান প্রতিপক্ষও হতো, একই চাওয়া থাকত।”

“কোন দেশ বা দল প্রতিপক্ষ, আমি সেটা নিয়ে ভাবি না। তারা স্রেফ আমার প্রতিপক্ষ, আমার শত্রু এবং আমি তাদেরকে বিদায় করে দিতে চাই, ধসিয়ে দিতে চাই। বিষয়গুলো আমি এভাবেই ভাবি।”

মোহনবাগানের কাছে হেরে যাওয়া ম্যাচে বদলি নেমেছিলেন জামাল। পর্যাপ্ত বিশ্রাম পেয়ে বেশ উজ্জীবিত অনুভব করার কথাও জানালেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

“আমি মনে করি , টাইট ম্যাচ হবে। তবে আমরা হোম গ্রাউন্ডে খেলব। গ্যালারিতে আমাদের সমর্থক থাকবে। আমরা এগিয়ে থাকব। কোচ বিশ্রাম দিয়েছিলেন। ভালো রিকভারি হয়েছে। এখন আমার খেলতে সমস্যা নেই… শতভাগ দেওয়ার মতো অবস্থায় আছি।”