১ গোলে মেসির ২ রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর ওই এক গোলেই বার্সেলোনা অধিনায়ক গড়ে ফেললেন নতুন এক রেকর্ড, স্পর্শ করলেন আরেকটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 07:56 PM
Updated : 23 Oct 2019, 09:45 PM

স্লাভিয়া প্রাহার মাঠে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচের তৃতীয় মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। আর্থারকে বল বাড়িয়ে চোখের পলকে ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ আসরে গোল করার অনন্য কীর্তি গড়েন মেসি।

সেই সঙ্গে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বাধিক ৩৩টি দলের বিপক্ষে গোল করার রেকর্ডের মালিক ক্রিস্তিয়ানো রোনালদো ও রাউল গনসালেসের পাশে বসলেন মেসি।

এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসির চলতি মৌসুমে মোট গোল হলো তিনটি।