বর্ণবাদ কাণ্ডে পণ্ড এফএ কাপের ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019 04:11 PM BdST Updated: 20 Oct 2019 04:21 PM BdST
ইউরো বাছাইয়ে বুলগেরিয়া-ইংল্যান্ড ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের রেশ এখনো মিলিয়ে যায়নি। এর মাঝে ইংল্যান্ডের সবচেয়ে পুরানো টুর্নামেন্ট এফএ কাপের একটি ম্যাচ বাতিল হলো একই কারণে।
প্রতিযোগিতাটির চতুর্থ কোয়ালিফাইং রাউন্ডে অতিথি ইয়োভিল টাউনের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে যান হ্যারিংগে বরোর কোচ টম লয়জু।
টটেনহ্যামের কোলস পার্ক স্টেডিয়ামে শনিবারের ম্যাচের ৬৪তম মিনিটে ঘটে অপ্রীতিকর এই ঘটনা। ইয়োভিল তখন ১-০ গোলে এগিয়ে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়োভিল টাউনের গ্যালারি থেকে স্বাগতিক দলের গোলরক্ষক ভালেরি ডগলাসের এর দিকে থুতু ও কিছু একটা ছুড়ে মারা হয়।
ডিফেন্ডার কোবি রো ‘বর্ণবাদের শিকার’ হন বলে জানান টম। এর প্রেক্ষিতে তিনি বলেন, "এই ঘটনার পর তাকে আমি খেলা চালিয়ে যেতে দিতে পারি না।"
"যদি আমরা শাস্তি পাই এবং টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরও আমি পরোয়া করি না।"
তবে এই ঘটনায় ইয়োভিলের খেলোয়াড় ও কোচের কোনো দায় দেখছেন না টম।
“আমি আমার দলকে দলকে উঠিয়ে নিতে সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চাই না ইয়োভিল টাউন এর জন্য শাস্তি পাক। যদি আমাদের এফএ কাপ থেকে ছিটকে দেওয়া হয় এবং তারা উতরে যায়, তাতে আমি কষ্ট পাব না।”
গত মঙ্গলবার ইউরো বাছাইয়ে বুলগেরিয়ার মাঠে ইংল্যান্ড দল বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় পদত্যাগ করেন বুলগেরিয়া ফুটবল ইউনিয়নের সভাপতিসহ সকল সদস্য ও কোচ।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’