তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।
আরও পরীক্ষা-নিরীক্ষার পর চিলির এই ফরোয়ার্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানায় ইতালির ক্লাবটি।
গত শনিবার কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শেষদিকে বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোট পান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে ইন্টারে মিলানে যোগ দেওয়া সানচেস। চোটের কারণে মঙ্গলবার গিনির বিপক্ষে আরেক প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ৩০ বছর বয়সী এই ফুটবলার।
অস্ত্রোপচার হলে সানচেস দুই থেকে তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন বলে কলম্বিয়া ম্যাচের পর শঙ্কা প্রকাশ করেছিলেন চিলির কোচ।