ঝুঁকি নিয়ে নেইমারকে খেলানো হয়নি, দাবি ব্রাজিল কোচের

ম্যাচ ফিটনেস ছিল নেইমারের। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে কোনো ঝুঁকি নিয়ে তাকে খেলানো হয়নি বলে দাবি করেছেন ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 05:52 AM
Updated : 14 Oct 2019, 05:52 AM

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে রোববার প্রীতি ম্যাচে দ্বাদশ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগে মাঠ ছাড়েন নেইমার। দলের সেরা তারকাকে ছাড়া জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো চোটে পড়লেন ২৭ বছর বয়সী নেইমার। জানুয়ারিতে পিএসজির হয়ে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে আড়াই মাস মাঠের বাইরে ছিলেন। এপ্রিলে ফিরে কাতারের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান গোড়ালির গাঁটের চোট পেয়ে ছিটকে যান কোপা আমেরিকা থেকে।

চোটপ্রবণ নেইমার এখন পর্যন্ত ক্যারিয়ারে ছোট-বড় মিলে মোট ১৬ বার চোটে পড়েছেন। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নেইমারের কোনো ধরনের চোট শঙ্কা ছিল না বলে জানান তিতে।

“তার কোনো ধরনের শঙ্কা থাকলে তাকে খেলানোটা দায়িত্বজ্ঞানহীনতা ও অপেশাদার আচরণের পরিচয় হতো। তেমন ঘটলে আমাকে পিএসজির কোচ ও প্রেসিডেন্টের সমালোচনা শুনতে হতো।”