আজাদিস্টেডিয়ামে বৃহস্পতিবার ১৪-০ গোলে জিতেছে ইরান। আন্তর্জাতিক ফুটবলে এটাই কম্বোডিয়ারসবচেয়ে বড় হার।
১৯৭৯সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখতে পারছিলেন না দেশটিরনারীরা। এই ম্যাচ দিয়ে তাদের জন্য খুলে গেল স্টেডিয়ামের দুয়ার। তিন হাজারের বেশি নারীখেলা দেখেন তাদের জন্য নির্দিষ্ট করে রাখা একটি গ্যালারিতে বসে।
এশিয়ারফুটবল পরাশক্তি ইরানের ফুটবল পাগল দর্শকরা অধীর আগ্রহে এই ম্যাচের অপেক্ষায় ছিলেন।পতাকা শোভিত ছিল গ্যালারি। ভুজুজেলার শব্দে উচ্চকিত হয়েছে স্টেডিয়াম। দলের রঙ লাল,সবুজ আর সাদায় সেজেছিল গ্যালারি। তেহরানে ছিল উৎসব মুখর পরিবেশ। সেটা আরও রাঙিয়ে চারগোল করেন স্ট্রাইকার করিম আনসারইফরাদ। হ্যাটট্রিক করেন সরদার আজমাউন।
দাপুটেফুটবল খেলে ফল নিয়ে শঙ্কা শুরুতেই উড়িয়ে দেয় ইরান। তবে গ্যালারিতে ছিল আবেগের বন্যা।দেশটির নারীদের জন্য এটা কেবলই শুরু, সব বন্ধুদের নিয়ে গ্যালারিতে বসে নিয়মিত খেলাদেখতে চান তারা।