বোর্নমাউথকে হারিয়ে তিনে আর্সেনাল

ম্যাচ জুড়ে ভালো সুযোগ তৈরি করতে সংগ্রাম করে গেল দুদলই। নিষ্প্রাণ ম্যাচে পার্থক্য গড়ে দিলেন দাভিদ লুইস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন নম্বরে উঠল উনাই এমেরির শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 03:01 PM
Updated : 6 Oct 2019, 03:43 PM

এমিরেটস স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে আর্সেনাল।

ঘরের মাঠে নবম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। নিকোলাস পেপের কর্নারে ছুটে গিয়ে দারুণ হেডে বল জালে পাঠান অরক্ষিত লুইস।

শুরুতে এগিয়ে যাওয়া এমেরির শিষ্যরা বল দখলে এগিয়ে ছিল প্রথমার্ধে। তবে আর কোনো শট রাখতে পারেনি লক্ষ্যে। শেষ দিকে একটা সুযোগ এসেছিল ক্যালাম চেম্বার্সের সামনে। বুকায়ো সাকার ক্রসে তার হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বোর্নমাউথ। ৫৪তম মিনিটে একটা সুযোগও আসে অতিথিদের সামনে। জ্যাক স্ট্যাসির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্নার্ড লেনো। দশ মিনিট পর বোর্নমাউথের আরেকটি ভালো আক্রমণ ব্যর্থ হয়ে যায় চেম্বার্সের তৎপরতায়।

যোগ করা সময় সুযোগ আসে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের সামনে। তার শট পোস্টে লাগলে বাড়েনি ব্যবধান।

এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে উলভারটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ১৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।