ইউরো বাছাইয়ে ডে ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম

কুঁচকির চোটে বেলজিয়ামের ইউরো বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন কেভিন ডে ব্রুইনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 02:59 PM
Updated : 4 Oct 2019, 07:22 PM

গত ২৮ সেপ্টেম্বর এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পান ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। গত বুধবার দিনামো জাগরেবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি ২৮ বছর বয়সী মিডফিল্ডার।

স্যান ম্যারিনো ও কাজাখস্তানের বিপক্ষে কদিন পর হতে যাওয়া ম্যাচ দুটির জন্য শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস।

ডে ব্রুইনের পাশাপাশি ফিটনেস ইস্যুতে বেলজিয়ামের ইউরো বাছাইয়ের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির।

আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠে সান ম্যারিনোর মুখোমুখি হবে বেলজিয়াম। তিন দিন পর স্বাগতিক কাজাখস্তানের বিপক্ষে খেলবে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা।

বাছাইপর্বে এ পর্যন্ত ৬ ম্যাচের সবকটিতে জিতে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে মার্তিনেজের দল।

আগামী রোববার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচেও ডি ব্রুইনে খেলবেন না বলে জানিয়েছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।