আমি কখনও হাল ছাড়ি না: সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2019 05:32 PM BdST Updated: 03 Oct 2019 05:34 PM BdST
ক্যারিয়ারে মাঝে মধ্যেই পড়তে হয়েছে সমালোচনার মুখে। তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন লুইস সুয়ারেস। ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিয়ে উরুগুয়ে স্ট্রাইকার জানালেন, কখনোই হার মানেন না তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা, অসাধারণ দুটি গোলে জয় নিশ্চিত করেন সুয়ারেস।
ইনজুরির কারণে মৌসুমের শুরুতে ছিলেন মাঠের বাইরে। দলে ফিরে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে করলেন পাঁচ গোল। ইন্টারের বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত সুয়ারেস।
“স্ট্রাইকার হওয়ায় আপনি সব সময় চাইবেন গোল করে বা করিয়ে দলকে সহায়তা করতে। আমি নিজেকে কঠোর পরিশ্রমী বলে মনে করি এবং কখনোই হাল ছাড়ি না।”
বিরতির পরের পরিকল্পনা নিয়ে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, “চাপ তৈরি করার সময় তিনি (ভালভেরদে) আমাদের আরও বেশি গোছানো হতে বলেছিলেন।”
“প্রথমার্ধের ভুলগুলো শুধরে নিতে আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা জানতাম যে এভাবে খেলতে থাকলে আমরা হেরে যেতে পারি।”
“আমরা ধৈর্য্য ধরেছিলাম এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা সুযোগ তৈরি করছিলাম।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়