নিয়ম ভাঙায় বার্সাকে ৩০০ ইউরো জরিমানা

আতলেতিকো মাদ্রিদ থেকে অঁতোয়ান গ্রিজমানকে দলে ভেড়ানোর প্রক্রিয়ায় নিয়ম ভাঙার কারণে বার্সেলোনাকে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অঙ্কটা অদ্ভূত রকমের কম, মাত্র ৩০০ ইউরো!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 02:43 PM
Updated : 26 Sept 2019, 03:03 PM

জুলাইয়ে রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে ২৮ বছর বয়সী গ্রিজমানকে আতলেতিকো থেকে দলে টানার ঘোষণা দেয় বার্সেলোনা।

বার্সেলোনার ঘোষণার কিছুক্ষণ পরেই আতলেতিকো অভিযোগ করে, গ্রিজমানের সঙ্গে কাতালান ক্লাবটি নিয়ম ভেঙে যোগাযোগ করেছে। মাদ্রিদের দলটির দাবি ছিল ফরাসি এই ফরোয়ার্ডের বাইআউট ক্লজ ধরতে হবে ২০ কোটি ইউরো। কারণ, গ্রিজমান ও বার্সেলোনা যে সময় আলোচনা শুরু করেছিল তখন তার মূল্য এটাই ছিল।

গত ১ জুলাই গ্রিজমানের রিলিজ ক্লজ ২০ কোটি ইউরো থেকে কমে ১২ কোটি ইউরো হয়। আর এই সময়ের আগেই নাকি বার্সেলোনা ও গ্রিজমানের মধ্যে সমঝোতা হয়েছিল। আর এই বিতর্কের কারণে গ্রিজমানের দলবদল আটকে যেতে পারে বলে তখন জানিয়েছিলের লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

বৃহস্পতিবার 'রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন' এক বিবৃতিতে জানায়, আতলেতিকোর সঙ্গে গ্রিজমান চুক্তিভুক্ত থাকা অবস্থায় তার সঙ্গে যোগাযোগ করে নিয়ম ভেঙেছে বার্সেলোনা। তবে এতে খেলোয়াড়ের কোনো দায় নেই বলেও জানানো হয়েছে বিবৃতিতে।