অস্ট্রেলিয়া ম্যাচে শেষ ভালোর আশা মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2019 11:46 PM BdST Updated: 20 Sep 2019 11:46 PM BdST
টানা দুই হারের হতাশা ভুলে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শেষটা ভালো করতে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ।
থাইল্যান্ডের চোনবুরিতে শনিবার `এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে দুই দল।
স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর জাপানের কাছে ৯-০ ব্যবধানে উড়ে যায় মেয়েরা। টানা দুই হারে গতবারের মতো এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
গতবারও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। দারুণ লড়াই করলেও সেবার শেষ পর্যন্ত দল হেরেছিল ৩-২ গোলে।

“জাপান ম্যাচের পর আমরা নিজেদের পারফরম্যান্সের বিশ্লেষণ করেছি। নিজেদের মানসিকতা পরখ করেছি।”
“এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা খুব আবেগ দিয়ে ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করব।”
বাছাইয়ের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় রাউন্ডে রানার্সআপ হয়ে থাইল্যান্ডের মূল পর্বে খেলার টিকেট পেয়েছিল বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও