ফিরেই পিএসজির জয়ের নায়ক নেইমার

পিএসজির হয়ে মৌসুমে প্রথমবার খেলতে নেমেই নায়ক বনে গেলেন নেইমার। যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এনে দিলেন জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 05:50 PM
Updated : 14 Sept 2019, 06:00 PM

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় লিগে পিএসজির প্রথম চার ম্যাচে দলে ছিলেন না তারকা এই ফরোয়ার্ড। শনিবার তার একমাত্র গোলে লিগ ওয়ানে স্ত্রাসবুরকে হারিয়েছে টমাস টুখেলের দল।

শুরু থেকে আধিপত্য ধরে রাখা পিএসজি প্রথমার্ধে জালের দেখা পায়নি। বিরতির পর কোচ বদলি হিসেবে নামান এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে ধারে দলে যোগ দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সতীর্থের ক্রসে দারুণ এক বাই-সাইকেল কিকে জাল খুঁজে নেন নেইমার। খানিক পর আরও একবার বল জালে জড়ান ২৭ বছর বয়সী এই তারকা। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।


বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। গত আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় ইউরোপীয় ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। পিএসজির পয়ের দুই ম্যাচেও খেলতে পারবেন না নেইমার।


পাঁচ ম্যাচে চার জয়ে প্যারিসের ক্লাবটির সংগ্রহ ১২ পয়েন্ট।