রোনালদো রেকর্ড ভাঙলে ব্যথিত হবেন না দাই

একের পর এক নতুন রেকর্ড গড়ে চলা পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে হাতছানি রয়েছে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেওয়ার। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার এই কীর্তি গড়লে তাকে স্বাগত জানাতে প্রস্তুত রেকর্ডটির বর্তমান মালিক আলি দাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 03:55 PM
Updated : 13 Sept 2019, 03:55 PM

পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল ৯৩টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার সামনে আছেন কেবল দাই (১০৯টি)। রেকর্ড ভাঙা-গড়াকে স্বাভাবিক বলে মনে করেন ইরানের সাবেক এই ফুটবলার।
 
“রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। যখন আমার সময় ছিল তখন আমি এটা করেছিলাম, আর এখন অন্য কারো রেকর্ডটা ভাঙার সময়। এটা কোনো বড় ব্যাপার নয়।”

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদোর মতো কোনো খেলোয়াড় তার রেকর্ড ভাঙলে কষ্ট পাবেন না বলে জানান দাই।

“না, আমি কেন দুঃখ পাব। ফুটবল বিশ্বে অনেক সম্মান পাওয়া রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। এখন সে দারুণ ছন্দে আছে।”