বর্ষসেরা গোলের পুরস্কারের দৌড়ে মেসি-কিনতেরো-দানিয়েল

২০১৯ ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের দৌড়ে আছেন লিওনেল মেসি। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে হুয়ান ফের্নান্দো কিনতোরো ও দানিয়েল সোরির গোলও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 02:28 PM
Updated : 2 Sept 2019, 03:38 PM

লা লিগায় গত মার্চে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির করা গোলটি ঠাঁই পেয়েছে এই তালিকায়।

ইভান রাকিতিচের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কোনাকুনি উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি। বল ক্রসবারের নিচের কানায় লেগে ভিতরে ঢোকে। গোলরক্ষক লাফিয়ে উঠেও পাননি বলের নাগাল।

গত ফেব্রুয়ারিতে রেসিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে রিভার প্লেটের কলম্বিয়ান ফরোয়ার্ড কিনতেরোর  করা গোলটি আছে এই তালিকায়।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া দানিয়েলের গোলটি হয়েছিল হাঙ্গেরির প্রথম বিভাগ ফুটবলে, গত ফেব্রুয়ারিতে। সতীর্থের বাড়ানো বল নিখুঁত বাইসাইকেল কিকে জালে পাঠিয়েছিলেন রোমানিয়ার এই ফরোয়ার্ড।

আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।