ভিয়ারিয়ালের বিপক্ষে ড্রয়ে রক্ষণের দায় দেখছেন জিদান

ভিয়ারিয়ালের মাঠে ড্রয়ের পর দলের রক্ষণভাগের দুর্বলতার বিষয়টি মেনে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। তবে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোয় শিষ্যদের প্রতি সন্তুষ্ট ফরাসি এই কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 09:52 AM
Updated : 2 Sept 2019, 10:24 AM

রোববার লা লিগার ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়া রিয়াল বিরতির ঠিক আগে গ্যারেথ বেলের গোলে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে মোই গোমেস আবারও স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর শেষদিকে ওয়েলস ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ২-২ ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভালো শুরুর ওপর জোর দেন জিদান।

“যখন তারা দ্বিতীয় গোলটা করল, তখন আমরা ভালো খেলছিলাম। কিন্তু প্রথম ১৫ মিনিট আমরা ভালো খেলিনি। … আরও গোল আমাদের প্রাপ্য ছিল।”

“রক্ষণে আমাদের উন্নতি করা দরকার। কেননা আমরা জানি আক্রমণভাগে আমরা কি করতে পারি।”

প্রাক-মৌসুম পর্বেও রক্ষণের ভুলে গোল হজম করেছিল রিয়াল। ভিয়ারিয়ালের প্রথম গোলে খানিকটা দায় ছিল অধিনায়ক সের্হিও রামোসের। তবে এমন ভুল খেলারই অংশ, মানছেন জিদান।

“ফুটবলে এমনটা ঘটে। কিন্তু দল ইতিবাচকভাবে সাড়া দেওয়ায় আমি সন্তুষ্ট। এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”

আন্তর্জাতিক বিরতির পর লিগে নিজেদের পরের ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে রিয়াল।