পেনাল্টি ছিল না: পিকের দাবি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019 04:08 PM BdST Updated: 01 Sep 2019 04:27 PM BdST
ওসাসুনার মাঠে ম্যাচের শেষ দিকে স্পট কিকে গোল খেয়ে জয়বঞ্চিত হয়েছে বার্সেলোনা। তবে বল যার হাতে লাগায় পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা সেই জেরার্দ পিকের মতে, সিদ্ধান্তটি সঠিক ছিল না।
দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে উঠে আসা ওসাসুনার মাঠে শনিবার রাতে ২-২ ড্র করে বার্সেলোনা। রবের্তো তরেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আনসু ফাতি ও আর্থার মেলোর গোলে এগিয়ে গিয়েছিল শিরোপাধারীরা। তবে ৮১তম মিনিটে স্পট কিকে করা তরেসের দ্বিতীয় গোলে পয়েন্ট হারায় এরনেস্তো ভালভেরদের দল।
ডি-বক্সের মধ্যে পিকের হাতে বল লেগেছিল পরিষ্কার। স্প্যানিশ এই ডিফেন্ডারও তা মানছেন; তবে তার আপত্তির জায়গাটা অন্যখানে।
“বলে আমার হাত লেগেছিল। তবে মৌসুমের শুরুতে সবসময় আমাদের মিটিং হয় এবং তারা বল ও শরীরের মাঝে দুরত্বের কথা বলে।”
“আমি হাত সরিয়ে নেওয়ার সময় পাইনি এবং আমি স্বাভাবিকভাবেই লাফিয়েছি। (এই দুরত্বে) আমি চাই রেফারি হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে দেখুক। আমার কাছে এটা পেনাল্টি নয়।”
আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লিগ শুরু করা বার্সেলোনা গত সপ্তাহে কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছিল। তৃতীয় রাউন্ডে এসে আবারও হোঁচট খেল তারা। তিন ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৪। তবে তাতে দল মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন পিকে।
আন্তর্জাতিক সূচির বিরতি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে লিগের পরের ম্যাচে খেলবে বার্সেলোনা।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার