লিগ ওয়ানে পিএসজির দ্বিতীয় ম্যাচেও নেই নেইমার

লিগ ওয়ানে মৌসুমে পিএসজির দ্বিতীয় ম্যাচেও দলে জায়গা পাননি নেইমার। এর ফলে ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বেড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 11:13 AM
Updated : 18 August 2019, 11:13 AM

নেইমারকে ছাড়াই লিগে গত রোববার নিজেদের মাঠে নিমের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে টুখেলের দল। সংবাদ মাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। তবে তার ব্যাপারে এখনও কোনো প্রস্তাব মেনে নেয়নি পিএসজি।

রোববার বাংলাদেশ সময় রাত একটায় লিগ ওয়ানে রেনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি। পুরোপুরি ফিট না হওয়ায় এ ম্যাচে নেইমার খেলবেন না বলে জানান টুখেল। ক্লাবে বার্সেলোনার এই সাবেক খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা মেনে নিয়ে তার গুরুত্ব তুলে ধরেন জার্মান এই কোচ।

“আমি যদি পিএসজির একটা শক্তিশালী দলের কথা ভাবি, নেইমার আছে এমন একটা দলের কথাই আমি ভাবব।”

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমার গত দুই মৌসুমে লিগ ওয়ানে করেন ৩৪টি গোল।

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো নেইমারের দল-বদল নিয়ে আলোচনা আগের চেয়ে এগিয়েছে বলে জানান। এরপর নিমের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে পিএসজি সমর্থকরা এই ফুটবলারের বিদায় চেয়ে ‘চলে যাও’ ব্যানার উঁচিয়ে ধরে।