নাপোলিকে এবার উড়িয়ে দিল বার্সেলোনা

লুইস সুয়ারেস, অঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলের নৈপুণ্যে প্রাক-মৌসুম পর্বের টুর্নামেন্টের দ্বিতীয় লেগে নাপোলিকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 11:34 PM
Updated : 10 August 2019, 11:34 PM

যুক্তরাষ্ট্রের মিশিগানে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগা-সেরি আ কাপ নামের প্রীতি টুর্নামেন্টের অভিষেক আসরের প্রথম পর্বে ইতালির দলটিকে ২-১ গোলে হারিয়েছিল এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

সুয়ারেস ৪৮তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর আট মিনিট পর পোস্টের খুব কাছাকাছি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান।

গত মাসে ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালুনিয়ার দলটির হয়ে গোলের খাতা খুললেন গ্রিজমান।

৫৮তম মিনিটে দেম্বেলের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ান উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস। পাঁচ মিনিট পর দেম্বেলের গোলে বড় জয়ের পথে ছুঁটতে থাকে বার্সেলোনা।

নতুন মৌসুম শুরুর আগের প্রস্তুতি পর্বে বার্সেলোনার এটি টানা চতুর্থ জয়। গত ২৩ জুলাই প্রাক-মৌসুম পর্বের প্রথম ম্যাচে চেলসির কাছে হেরেছিল লা লিগার চ্যাম্পিয়নরা।