জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবলে সেরা রংপুর

টাইব্রেকারে ময়মনসিংহকে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2019, 02:42 PM
Updated : 19 July 2019, 07:09 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে রংপুর।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হওয়া এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতল রংপুর।

প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা (৮টি) হয়েছেন চ্যাম্পিয়ন দলের শামীমা আক্তার শিলা। সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ফাতেমা।

সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন মাগুরা জেলার অধিনায়ক আনিকা আঞ্জুম। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মাগুরা।

ময়মনসিংহকে সেমি-ফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল ঠাকুরগাঁও জেলা। কিন্তু দলটির একাধিক খেলোয়াড় তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতায় খেলায় বাইলজ অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে ময়মনসিংহকে ফাইনালে খেলার সুযোগ দেয় টুর্নামেন্ট কমিটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের জানান, “সেমি-ফাইনালে হারের পর ময়মনসিংহ ঠাকুরগাঁওয়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করে। সবকিছু যাচাই করে দেখা যায় যে, ঠাকুরগাঁওয়ের কয়েকজন খেলোয়াড় তৃতীয়বারের মতো খেলছে। যেটা বাইলজের নিয়ম বহির্ভুত। এ কারণে ঠাকুরগাঁওকে বাদ দিয়ে ময়মনসিংহকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।”