মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল

দুই গোল হজমের পর একটি শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। তাদের হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জয়ে ফিরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 03:28 PM
Updated : 10 July 2019, 03:28 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

প্রথম মিনিটের আক্রমণ থেকে এগিয়ে যায় শেখ জামাল। শাখাওয়াত রনির ছোট পাস ধরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং।

৩০তম মিনিটে একক প্রচেষ্টায় বাঁ দিক দিয়ে ডি-বক্সের ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার আরেক ফরোয়ার্ড এবু কান্তে।

৫২তম মিনিটে ম্যাচে ফেরে মোহামেডান। আতিকুর রহমান মিশুর ফ্রি কিকে জাহিদ হাসান এমিলির হেড গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। কাছে থাকা মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে অনায়াসে জাল খুঁজে নেন।

শেষ দিক দুটি গোল থেকে বঞ্চিত হয় শেখ জামাল। ৭৭তম মিনিটে কিংয়ের ফ্রি কিক ক্রসবারে লাগার দশ মিনিট পর দিদারুল আলমের শটও ফিরে আসে পোস্টে লেগে।

২০ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শেখ জামাল। ১৯ ম্যাচে দশম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে।

বুধবার প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ১-১ ড্র করে। ১৯ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।